২৫ ফেব্রুয়ারি ২০২২: রাশিয়ায় নাগরিক সমাজ যুদ্ধ বিরোধি মিছিল করছে। রাশিয়ার নাগরিক সমাজের ইউক্রেনে যুদ্ধবিরতির আবেদন করছে। ইতিমধ্যে এই আন্দোলনে গ্রেফতার হয়েছেন কয়েকশ মানুষ।
এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃতের সংখ্যা শতাধিক। জখম বহু মানুষ। এরই প্রতিবাদ করছেন বৃহত্তর নাগরিক সমাজ। "নো ওয়ার" স্লোগানে পথে নেমেছে সেখানকার মানুষ।
এই মুহুর্তে ইউক্রেনের পাশে সামরিকভাবে কেউ পাশে নেই। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন তারা রাশিয়ার বিরুদ্ধে নানান নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেনা যাবে না।
এই অবস্থায় ইউক্রেন কার্যত একা। কিন্তু রাশিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করার আন্দোলন আশা জাগায় যুদ্ধবিরতির। ধারণা করা হচ্ছে এই আন্দোলন বৃহৎ রূপ নেবে।
#Haldibari24Ghanta #NoWar #Ukraine