হলদিবাড়ি ২৪ ঘন্টা: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। ক্রীড়া জগতে নামলো শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সূত্রে একটি বিবৃতি জারি করে এই লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর এই দুঃসংবাদ দেওয়া হয়েছে। তাতেই জানা যাচ্ছে, তিনু তাইল্যান্ডে প্রয়াত হয়েছেন। নিজের ভিলা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল শেন ওয়ার্নকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি প্রাক্তন ক্রিকেটারকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই প্রবাদপ্রতিম এই ক্রিকেটারের।
এদিকে, এদিন সকালেই অপর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্সের মৃত্যুতে শোক জানান ওয়ার্ন। সেই সংক্রান্ত একটি ট্যুইটও করেছিলেন। ট্যুইটে শেন লিখেছিলেন, মার্সের মৃত্যুর খবরে শোকাহত। ক্রিকেটের লেজেন্ড ছিলেন তিনি। পাশাপাশি অনেক তরুণ-তরুণীর অনুপ্রেরণা ছিলেন মার্স।
এদিকে শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন, ক্রীড়া থেকে রাজনৈতিক মহল।
২২ গজে শেন ওয়ার্নের প্রবল প্রতিদ্বন্দ্বি সচিন তেন্ডুলকর ট্যুইট করে শোক জানিয়েছেন, । তিনি লেখেন, 'খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমাকে মিস করব শেনি। অফ কিং অন ফিল্ডে তোমার সঙ্গে কাটানো মুহূর্ত এখনও চিরন্তন।' ট্যুইট করেছে বিসিসিআই থেকে আইপিএল। রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বও শেন ওয়ার্নের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে।
#Haldibari24Ghanta #ShaneWarne #dies #Haldibari #SportsNews