TV Actress Suicide : প্রেমের কারণে আত্মহত্যা? 'বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্যা চলছিল', দাবি করলেন পল্লবীর এক বন্ধু
পুলিস সূত্রের খবর অনুযায়ী লিভ ইন সম্পর্কে ছিলেন টেলি অভিনেত্রী পল্লবী। গতকাল রাতে আলাদা ঘরেই ঘুমান তিনি ও তাঁর পার্টনার। সকালে পল্লবীর লিভ ইন পার্টনার দেখতে পান যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কি-হোল দিয়ে তিনি দেখতে পান, গলায় বেডশিট দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন পল্লবী । তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন পল্লবীর প্রেমিক ছেলেটি নিশ্চই অন্য সম্পর্কে জড়িয়েছে, বিশ্বাসঘাতক। আবার অনেকেই বলছেন "যেই সুইসাইড করল অমনি ছেলের দোষ।" কারও কারও বক্তব্য, "ছেলেটা 1 টা সম্পর্ক করবে কি 100 টা সেটা তার ব্যাক্তিগত CHOICE !"
অনেকেরই পছন্দের অভিনেত্রী ছিলেন। সোস্যাল মিডিয়াতে মৃত্যুর কারণ নিয়ে চর্চার পাশাপাশি শোকজ্ঞাপন করছেন অনেকেই।
জানা যাচ্ছে পল্লবীর ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। এছাড়া অভিনেত্রীর দেহে কোনও ক্ষতের চিহ্ন নেই। তাহলে কী কারণে তাঁর মৃত্যু হল? কেনই বা তিনি আত্মহত্যা করলেন? প্রেমের সম্পর্কে মৃত্যু আত্মহত্যার কারণই বা কী? আপাতত গোটাটাই তদন্তের মধ্যে।
#haldibari24ghanta #PallaviDey #actresssuicide #actressdeath #television