Ticker

6/recent/ticker-posts

টেলি অভিনেত্রী পল্লবীর মৃত্যু : পল্লবীকে কিছু না জানিয়েই হঠাৎ করেই অন্য কাউকে বিয়ে করেন প্রেমিক সাগ্নিক?

টেলি অভিনেত্রী পল্লবীর মৃত্যু : পল্লবীকে কিছু না জানিয়েই হঠাৎ করেই অন্য কাউকে বিয়ে করেন প্রেমিক সাগ্নিক?



টেলি অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুর পর একের পর এক তথ্য উঠে আসছে। আজ পল্লবীর পরিবার একটি চাঞ্চল্যকর দাবি করেছে। পল্লবীর প্রেমিক লিভ-ইন পার্টনার সাগ্নিক দিনকয়েক আগে আচমকা অন্য কাউকে বিয়ে করেছিল । পল্লবীকে কিছু না জানিয়েই হঠাৎ করেই সেই বিয়ে করেন সাগ্নিক । পল্লবী ও সাগ্নিকের ব্রেক-আপ বা ছাড়াছাড়ি হয়নি এবং তবুও সাগ্নিকের এই বিয়ে পল্লবী কি মেনে নিতে পারেন নি? এবং তা জানতে পেরেই কি অশান্তির শুরু? সাগ্নিকের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠেছে পল্লবীর পরিবার থেকে। এদিকে অন্য কোথাও বিয়ের কথা সাগ্নিক অস্বীকার করেছেন। পল্লবীর পরিবারের আরও অভিযোগ করেছে, সাগ্নিকের মা নাকি পছন্দ করতেন না তাঁদের মেয়ে পল্লবীকে। আর সে কারণেই সম্ভবত সাগ্নিকের সাথে অন্য কারও বিয়ে দিয়েছিলেন তারা।



পল্লবীর আসল বাড়ি হাওড়ার (Howrah) রামরাজাতলায়। ‘আমি সিরাজের বেগম’, ‘রেশম ঝাঁপি’, ‘মন মানে না’ খ্যাত এই মেয়েটি কাজের সূত্রে রুপোলি জগতে পা রাখার পর কলকাতায় বসবাস শুরু করে। প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সাথে গড়ফায় (Garfa) একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন পল্লবী। সাগ্নিকের সঙ্গে তাঁর অনেকদিনের সম্পর্ক। পল্লবী নিজের সম্পর্ক কখনওই গোপন করেননি পল্লবী। সৎভাবেই সমস্ত প্রকাশ করতেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।  উভয়ের ছবি দেখলেই তা বোঝাও যায়।

সহকর্মীদের কাছে আক্ষেপ নাকি করতেন অভিনেত্রী পল্লবী, ‘সম্পর্কে দমবন্ধ হয়ে আসছে, বেরতে চাই’। কেন সম্পর্ক থেকে বেরোতে চাইতেন পল্লবী? কী রহস্য? একটা তরতাজা মেয়ে কেনই বা সুইসাইড করল? পল্লবীর পরিবারের দাবী মত প্রেমিক সাগ্নিকের হঠাৎ অন্য কাউকে বিয়েই কি এই অপঘাতে মৃত্যুর কারণ?

এখন তাই পুলিশের তদন্তের আওতায় সাগ্নিক চক্রবর্তী। আজ তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

#haldibari24ghanta #pallavidey #suicide #tollywood #relationship #murder