Ticker

6/recent/ticker-posts

Raajkot Murder : প্রেমিককে খুন করে পুড়িয়ে দিলেন প্রেমিকা



প্রেমিক অন্য সম্পর্কে জড়িয়েছে, এই সন্দেহে তাকে খুন করে জ্বালিয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা প্রেমিকার। রাজকোটের মারুতি নগরের ঘটনা। ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা প্রকাশ হয়। পুলিশ জানিয়েছে, জেরায় করায় এই খুনের কথা স্বীকার করেছেন আশা চৌহান নামের ওই মহিলা। 


বেশ কিছু দিন ধরেই প্রেমিকার সন্দেহ হয় যে প্রেমিক অন্য সম্পর্কে লিপ্ত হয়েছেন। সেই সন্দেহের জেরে প্রবল ক্ষোভেই এই খুন। এরপর সাক্ষ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ পুড়িয়ে দিয়েছেন। 


প্রেমিকের নাম রাকেশ আধিয়ারু। তার সঙ্গে বেশ কিছুদিন ধরেই তিনি মারুতি নগর এলাকায় একটি বাড়িতে ছিলেন প্রেমিকা আশা। 


#haldibari24ghanta #RaajkotMurder #relationship #affair