অন্য জাতের ছেলেকে বিয়ে করায় মেয়েকে খুন করার ছক করলেন বিহারের প্রাক্তন এম এল এ সুরেন্দ্র শর্মা
বিহার : নিজের মেয়ে বিয়ে করেছে অন্য জাতের ছেলেকে। এই সিদ্ধান্ত সহ্য করতে পারল না জন্মদাতা বাবা। মেয়েকে খুন করতে ২০ লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করলেন বিহারের (Bihar) প্রাক্তন বিধায়ক বাবা সুরেন্দ্র শর্মা।
ভিন্ জাতের ছেলেকে বিয়ে! সহ্য করতে পারলেন না জাতিবিদ্বেষি বাবা। মেয়েকে হত্যা করতে ভাড়াটে খুনি নিয়োগ করলেন প্রাক্তন বিধায়ক। মেয়েকে ‘সম্মানরক্ষার্থে খুন’-এর (অনার কিলিং) (honor killing) ছক কষলেন। যদিও কোনওরকমে বেঁচে গিয়েছেন মেয়ে। গ্রেফতার করা হয়েছে ওই বিধায়ক-সহ চার জন। জানা গেছে গত ১ জুলাই রাতে মেয়েকে খুনের পরিকল্পনা করেন প্রাক্তন বিধায়ক। বাইকে করে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালান। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। শ্রী কৃষ্ণপুরী থানা এলাকায় থাকেন প্রাক্তন বিধায়কের কন্যা। তিনি নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার পুলিশ তদন্ত শুরু করে। শুরু হয় তল্লাশি অভিযান । ধরা পরে অভিষেক ওরফে ছোটে সরকার নামে এক দুষ্কৃতীকে। সঙ্গে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে করার সময় অভিষেকই পুলিশকে সুরেন্দ্রের নাম জানান। তার পরই ওই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে মিলেছে তিনটি দেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, নম্বর প্লেটহীন বাইক।