Ticker

6/recent/ticker-posts

Class 8 | রাবণের শোক | বীরবাহুর মৃত্যু | মধুসূদন দত্ত | প্রশ্ন উত্তর | হলদিবাড়ি ২৪ ঘন্টা


Class 8 | রাবণের শোক | মধুসূদন দত্ত | প্রশ্ন উত্তর | হলদিবাড়ি ২৪ ঘন্টা

এ হেন সভায় বসে রক্ষঃকুলপতি 
বাক্যহীন পুত্রশোকে। ঝর ঝর ঝরে, 
অবিরল অশ্রুধারা—তিতিয়া বসনে 
যথা তরু, তীক্ষ্ণ শর সরস শরীরে। 
বাজিলে, কাঁদে নীরবে। কর জোড় করি 
দাঁড়ায় সম্মুখে ভগ্নদূত, ধুসরিত, 
ধুলায়, শোণিতে আর্দ্র সর্ব কলেবর 
বীরবাহু সহ যত যোধ শত শত 
ভাসিল রণসাগরে, তা সবার মাঝে 
একমাত্র বাঁচে বীর; যে কাল তরঙ্গ, 
গ্রাসিল সকলে, রক্ষা করিল রাক্ষসে—
নাম মকরাক্ষ, বলে যক্ষপতি সম। 
এ দূতের মুখে শুনি সুতের নিধন

হায়, শোকাকুল আজি রাজকুলমণি, 
নৈকষেয়। সভাজন দুঃখী রাজ-দুঃখে। 
আঁধার জগত, মরি, ঘন আবরিলে। 
দিননাথে! কত ক্ষণে চেতন পাইয়া, 
বিষাদে নিশ্বাস ছাড়ি, কহিলা রাবণ;—

“নিশার স্বপনসম তোর এ বারতা, 
রে দূত! অমরবৃন্দ যার ভুজবলে 
কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারী 
বধিল সম্মুখ রণে? ফুলদল দিয়া 
কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে? 
হা পুত্র, হা বীরবাহু, বীর-চূড়ামণি! 
কি পাপে হারানু আমি তোমা হেন ধনে? 
কি পাপ দেখিয়া মোর, রে দারুণ বিধি, 
হরিলি এ ধন তুই? হায় রে, কেমনে 
সহি এ যাতনা আমি? কে আর রাখিবে 
এ বিপুল কুল-মান এ কাল সমরে।

বনের মাঝারে যথা শাখাদলে আগে 
একে একে কাঠুরিয়া কাটি, অবশেষে 
নাশে বৃক্ষে, হে বিধাতঃ, এ দুরন্ত রিপু 
তেমতি দুর্বল, দেখ, করিছে আমারে 
নিরন্তর! হব আমি নির্মূল সমূলে 
এর শরে! তা না হলে মরিত কি কভু 
শূলী শম্ভুসম ভাই কুম্ভকৰ্ণ মম, 
অকালে আমার দোষে? আর যোধ যত—
রাক্ষস-কুল-রক্ষণ? হায়, সুর্পণখা, 
কি কুক্ষণে দেখেছিলি, তুইরে অভাগী, 
কাল পঞ্চবটী বনে কালকূটে ভরা 
এ ভুজগে? কি কুক্ষণে (তোর দুঃখে দুঃখী) 
পাবক-শিখা-রূপিণী জানকীরে আমি 
আনিনু এ হৈম গেহে? হায় ইচ্ছা করে, 
ছাড়িয়া কনকলঙ্কা, নিবিড় কাননে
পশি, এ মনের জ্বালা জুড়াই বিরলে! 
কুসুমদাম-সজ্জিত, দীপাবলী-তেজে 
উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল 
এ মোর সুন্দরী পুরী! কিন্তু একে একে 
শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি; 
নীরব রবাব, বীণা, মুরজ, মুরলী; 
তবে কেন আর আমি থাকি রে এখানে ? 
কার রে বাসনা বাস করিতে আঁধারে?”


>

>

টীকা: (Note):

> ভগ্নদূত -- যে দূত রণক্ষেত্র হতে পালিয়ে এসে স্বপক্ষের পরাজয় সংবাদ দেয়। (n.)
> Makarākṣa (मकराक्ष).—Son of the demon Khara.
> সুত -- পুত্র
> নৈকষেয় [বিশেষ্য পদ] -- নিকষার পুত্র, রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ; রাক্ষস।
> নির্মূল — সম্পূর্ণ রূপে উৎপাটিত। 
> হৈম — সোনা। 
> কাননে বনে। 
> অশ্রুধারা — চোখের জল। 
> রণসাগরে — যুদ্ধের সাগরে। 
> গ্রাসিল — গ্রাস করল। 
> সুতের — ছেলের। 
> নৈকষ্যা — নিকষার পুত্র। 
> ভুজ — হাত। 
> শাল্মলী — শিমূল গাছ। 
> হরিলি — নিয়ে নিলি। 
> মুরজ — মৃদঙ্গ। 
> মুরলী — বাঁশী। 
> দেউটি — প্রদীপ। 
> শর — তির। 
> সম্মুখে — সামনে। 
> শোণিতে — রক্তে। 
> কলেবর — দেহ। 
> এহেন — এই রকম। 
> রক্ষকুলপতি — রাক্ষস কুলের রাজা। 
> অবিরল — বিরামহীন। 
> আক্ষেপে — পরিতাপে। 
> রিপু — শত্রু। 
> আঁধারে — অন্ধকারে। 
> রবাব — বাদ্যযন্ত্র বিশেষ।


প্রশ্ন উত্তর

১] সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও: 


a) "শুখাইছে ফুল এবে, নিবিছে দেউটি;" --- 'দেউটি' শব্দের অর্থ কী?

ক) অন্ধকার
খ) দরজা
গ) বীরবাহু 
ঘ) প্রদীপ <

b) রাবণ বিলাপ করেছেন—

(ক) বীরবাহুর জন্য <
(খ) মেঘনাদের জন্য 
(গ) স্বর্ণলঙ্কার জন্য 
(ঘ) রাঘবের জন্য 


c) "হা পুত্র, হা _______, বীর-চূড়ামণী!"

(ক) মেঘনাদ
(খ) বিভীষণ
(গ) বীরবাহু <
(ঘ) ভিখারি রাঘব


d) 'কুসুমদাম ও দীপাবলী তেজে সজ্জিত ছিল'—

(ক) লঙ্কাপুরী <
(গ) রাজসভা
(খ) অযোধ্যা
(ঘ) রাবণের শয্যাগৃহ 


e) 'কী কুক্ষণে দেখেছিলি, তুই রে অভাগী'—'অভাগী' হলেন- 

(ক) সূর্পনখা <
(খ) কুম্ভকর্ণ
(গ) মেঘনাদ
(ঘ) বীরবাহু 


f) ‘তেমনি দুর্বল, দেখ, করিছে আমারে'—এখানে রাবণকে দুর্বল করছে— 

(ক) ধনুর্ধর রাঘব <
(খ) কুম্ভকর্ণ
(গ) সুর্পনখা
(ঘ) জানকি


*** সঠিক উত্তরে '<' এই চিহ্ন দেওয়া আছে।