“
গৃহে গৃহে বসন্তে মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে? কেহ কাহার চিকিৎসা করে না; কেহ কাহাকে দেখে না মরিলে কেহ ফেলে না। অতি রমণীয় বপু অট্টালিকা মধ্যে আপনা আপনি পচে।
”
শিক্ষা ডেস্ক:
Haldibari 24 Ghonta

১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড়ো প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাটবার, হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন, ভিক্ষুকেরা বাহির হয় নাই। তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে, ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্লোড়ে করিয়া কাঁদিতেছে, দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপকে টোল বন্ধ করিয়াছে, শিশুও বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গোরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল-কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড়ো বড়ো ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায়— সেই গৃহারণ্যমধ্যে শৈলশিখরবং শোভা পাইতেছিল। শোভাই বা কী, তাহার দ্বার রুদ্ধ, গৃহ মনুষ্যসমাগমশূন্য, শব্দহীন, বায়ুপ্রবেশের পক্ষেও বিঘ্নময়। তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার, অন্ধকারে নিশীথফুল্লকুসুমযুগলবং এক দম্পতি বসিয়া ভাবিতেছে। তাহাদের সম্মুখে মন্বন্তর।
১৯৭৪ সালে ফসল ভালো হয় নাই, সুতরাং ১১৭৫ সালে চাল কিছু মহার্ঘ্য হইল–লোকের ক্লেশ হইল, কিন্তু রাজা রাজস্ব কড়ায় গন্ডায় বুঝিয়া লইল। রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিয়া দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল। ১১৭৫ সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হইল। লোকে ভাবিল, দেবতা বুঝি কৃপা করিলেন। আনন্দে আবার রাখাল মাঠে গান গাহিল, কৃষকপত্নী আবার রূপার পৈঁচার জন্য স্বামীর কাছে দৌরাত্ম্য আরম্ভ করিল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিনে কার্তিকে বিন্দুমাত্র বৃষ্টি পড়িল না, মাঠে ধান্যসকল শুকাইয়া একেবারে খড় হইয়া গেল, যাহার দুই এক কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাহির জন্য কিনিয়া রাখিলেন। লোকে আর খাইতে পাইল না। প্রথমে এক সন্ধ্যা উপবাস করিল, তারপর এক সন্ধ্যা আধপেটা করিয়া খাইতে লাগিল, তার পর দুই সন্ধ্যা উপবাস
আরম্ভ করিল। যে কিছু চৈত্র-ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না। কিন্তু মহম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা, মনে করিল, আমি এই সময়ে সরফরাজ হইব। একেবারে শতকরা দশ টাকা রাজস্ব বাড়াইয়া দিল। বাঙ্গালায় বড়ো কান্নার কোলাহল পড়িয়া গেল। লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল, তার পরে কে ভিক্ষা দেয়!—উপবাস করিতে আরম্ভ করিল। তার পরে রোগাক্রান্ত হইতে লাগিল। গোরু বেচিল, লাঙ্গল জোয়াল বেচিল, বীজধান খাইয়া ফেলিল, ঘরবাড়ি বেচিল। জোত জমা বেচিল। তার পর মেয়ে বেচিতে আরম্ভ করিল। তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল। তার পর স্ত্রী বেচিতে আরম্ভ করিল। তারপর মেয়ে, ছেলে, স্ত্রী কে কিনে? খরিদ্দার নাই, সকলেই বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে লাগিল। ইতর ও বন্যেরা কুকুর, ইন্দুর, বিড়াল খাইতে লাগিল। অনেকে পলাইল যাহারা পলাইল, তাহারা বিদেশে গিয়া অনাহারে মরিল। যাহারা পলাইল না, তাহারা অখাদ্য খাইয়া, না খাইয়া, রোগে পড়িয়া প্রাণত্যাগ করিতে লাগিল।
রোগ সময় পাইল—জ্বর, ওলাউঠা, ক্ষয়, বসন্ত। বিশেষতঃ বসন্তের বড়ো প্রাদুর্ভাব হইল। গৃহে গৃহে বসন্তে মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে? কেহ কাহার চিকিৎসা করে না; কেহ কাহাকে দেখে না মরিলে কেহ ফেলে না। অতি রমণীয় বপু অট্টালিকা মধ্যে আপনা আপনি পচে। যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে, সে গৃহবাসীরা রোগী ফেলিয়া ভয়ে পালায়।
মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড়ো ধনবান—কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয়স্বজন, দাসদাসী সকলেই গিয়াছে। কেহ মরিয়াছে, কেহ পলাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে এখন তাঁহার ভার্য্যা ও তিনি স্বয়ং আর এক শিশুকন্যা। তাহাদেরই কথা বলিতেছিলাম।
>> অনুশীলনী:
১। ঠিক উত্তরটি বেছে নাও : [ multiple-choice question (MCQ) ]
১.১ 'মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড়ো_____।'
(ক) গরীব বা দরিদ্র
(খ) ভিক্ষুক
(গ) ধনবান
(ঘ) নির্ধন
১.২ চাল কিছু মহার্ঘ বা দামী হয়েছিল-
(ক) ১১৭৫ সালে
(খ) ১১৭৬ সালে
(গ) ১১৭৪ সালে
(ঘ) ১১৭৮ সালে
১.৩ বাঙলায় 'মন্বন্তর' বা দুর্ভিক্ষ হয়েছিল--
(ক) ১১৭৫ সালে
(খ) ১১৭০ সালে
(গ) ১১৭৪ সালে
(ঘ) ১১৭৬ সালে
১.৪ ১১৭৬ সালের দুর্ভিক্ষের বাংলায় রাজস্ব (Tax) আদায়ের কর্তা ছিলেন-
(ক) মহম্মদ রেজা খাঁ
(খ) নবাব সিরাজউদদ্দোল্লা
(গ) মহেন্দ্ৰ খাঁ
(ঘ) মহম্মদ ঘোরি
১.৫ দুর্ভিক্ষের বাঙলায় _____ সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হল--
(ক) ১১৭৭ সালে
(খ) ১১৫৭ সালে
(গ) ১১৭৫ সালে
(ঘ) ১৯৭৫ সালে
১.৬ 'গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না'— গ্রামে লোক নেই কারণ:
(ক) দুর্ভিক্ষ বা মন্বন্তরে সকল মানুষ ঘর-বাড়ি ছেড়ে ছন্নছাড়া হয়ে গিয়েছিল
(খ) সকলে হাট বাজার গিয়েছিল
(গ) সকলে চাষ করতে গিয়েছিল
(ঘ) ওপরের কোনোটিই নয়
২। একটি মাত্র বাক্যে উত্তর দাও:
(ক) 'মন্বন্তর' রচনাটি কোন উপন্যাসের (novel) অংশ?
উত্তর: 'মন্বন্তর' রচনাটি 'আনন্দমঠ' উপন্যাসের অংশ।
(খ) আলোচ্য 'মন্বন্তর' রচনায় মহেন্দ্ৰ সিংহ পদচিহ্ন গ্রামের কে ছিল?
উত্তর: মহেন্দ্ৰ সিংহ পদচিহ্ন গ্রামের একজন বড় ধনবান ব্যক্তি ছিল।
(গ) মন্বন্তরে কোন্ মাসে দেবতা বিমুখ হয়েছিল?
উত্তর: আশ্বিন মাসে দেবতা বিমুখ (unfavorable) হয়েছিল।
(ঘ) ১১৭৫ সালে বাঙলার মাঠে যে দুই এক কাহন ধান ফলেছিল তা কাদের জন্য কিনে রাখা হয়েছিল?
উত্তর: রাজারা সেই ধান সিপাহিদের জন্য কিনে রেখেছিল।
(ঙ) মন্বন্তর গদ্যাংশে (prose) যে গ্রামের নাম উল্লেখ করা হয়েছে তার নাম কী?
উত্তর: গ্রামের নাম পদচিহ্ন।
(চ) মন্বন্তরের সেই সময় গ্রামবাংলায় কী কী রোগ হয়েছিল?
উত্তর: জ্বর, ওলাউঠা, ক্ষয়, বসন্ত ইত্যাদি রোগ ছড়িয়ে পড়েছিল।
(ছ) ১১৭৫ সালের আশ্বিনের পরে দরিদ্ররা এক সন্ধ্যা আধপেটা করে খেতে আরম্ভ করেছিল কেন?
উত্তর: বৃষ্টির অভাবে মাঠের ধান শুকিয়ে খড় হয়ে যাওয়ায় গরীব মানুষেরা খেতে পায়নি।