Ticker

6/recent/ticker-posts

স্ত্রী পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে। এক হাতে সন্তানকে বুকে আগলে, অন্য হাতে রিক্সার হাতল ধরে সংসার টিকিয়ে রাখার পণ | হলদিবাড়ি ২৪ ঘন্টা | Haldibari 24 Ghonta

মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘটনা। রাজেশ মালদার সিওনি জেলার কানহারগাঁও গ্রামের এক মেয়ের প্রেমে পড়েন তিনি। বিয়ে হয়। সন্তান হয়। কিন্তু "টাকার লোভে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছে বউ।"

ডেস্ক:

Haldibari 24 Ghonta


jabalpur-man-carries-his-son-in-one-hand-while-driving-rickshaw

স্ত্রী টাকার লোভে পালিয়ে গেছে অন্য পুরুষের সাথে। এক হাতে ছোট্ট সন্তানকে বুকে আগলে, অন্য হাত দিয়ে রিক্সার হাতল ধরে, দুইটি সন্তানকে মানুষ করছেন রাজেশ মালদার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। মধ্যপ্রদেশের জব্বলপুরের ঘটনা । 

রাজেশ মালদার 10 বছর আগে বিহার থেকে জব্বলপুরের এসেছিলেন । সিওনি জেলার কানহারগাঁও গ্রামের এক মেয়ের প্রেমে পড়েন তিনি। বিয়ে হয়। সন্তান হয়। কিন্তু "টাকার লোভে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছে বউ।" এরপর থেকে ছোট সন্তানকে বুকে নিয়ে এক হাতে রিক্সা চালিয়ে উপার্জন করেন। আর বড় সন্তানকে অন্যের জিম্মায় ফুটপাথে রেখে আসেন। 

গরীবদের জন্য সংসার চালানো এমনিতেই ভীষণ কষ্টের। কিন্তু স্ত্রীর টাকার লোভ আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা বুকে নিয়ে এক হাতে সন্তান ও অন্য হাতে রিক্সার হাতল ধরে সংসার চালানো আরও কঠিন। একটা সময়ে রাজেশ তার স্ত্রীকে খুঁজেছিল। কিন্তু এখন আর তার বউকে ফিরে চায় না। শুধু চায় সন্তনদুটিকে মানুষ করতে।