Ticker

6/recent/ticker-posts

১৩ বছর পর Star India বন্ধ করে দিল UTV HD ও UTV Action | Haldibari 24 Ghonta

Star India এবার চ্যানেল দুইটির নাম পরিবর্তন করে Star Gold 2 HD” ও “Star Gold Thrills” রেখেছে। ২০১০ সালের দিকে Bindass Movies চ্যানেলটির নাম পরিবর্তন করেই UTV Action করা হয়েছিল। এইবছর আবার নাম পরিবর্তন করা হল।

Tech Desk:

Haldibari 24 Ghonta



Disney Star India Private Limited বন্ধ করে দিল ১৩ বছর আগে চালু হওয়া দুইটি মুভি চ্যানেল। UTV HD ও UTV Action এই টিভি চ্যানেল দুইটিতে সাধারণত আমেরিকান বা হলিউডের সিনেমা হিন্দী ভাষায় ডাবিং করে দেখান হত। খুবই জনপ্রিয় এই চ্যানেল দুইটি এবার বন্ধ হয়ে গেল। 2023 সালের 14 মার্চ রাত 11:59 pm এর পর বন্ধ করে দেওয়া হল চ্যানেল দুটি।


UTV HD ও UTV Action চালু হয়েছিল ২০০৯ ও ২০১০ সালে। Dish TV, d2h, Tata Play, Airtel Digital TV, and Sun Direct অর্থাৎ প্রায় সকল DTH ও ক্যাবল চ্যানেল সংস্থাগুলো এই চ্যানেল দুটি সম্প্রচার করত। Star India এবার চ্যানেল দুইটির নাম পরিবর্তন করে Star Gold 2 HD” ও “Star Gold Thrills” রেখেছে। ২০১০ সালের দিকে Bindass Movies চ্যানেলটির নাম পরিবর্তন করেই UTV Action করা হয়েছিল। এইবছর আবার নাম পরিবর্তন করা হল।


UTV HD থেকে নাম পরিবর্তন করে Star Gold 2 HD হওয়া চ্যানেলে এখন থেকে হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় মুভি দেখান হবে। অন্যদিকে UTV Action নাম পরিবর্তন করে “Star Gold Thrills” হওয়ার পর এখানে মূলত আগের মতই বিদেশী মুভি হিন্দি ভাষায় ডাবিং করে দেখানো হবে।