Ticker

6/recent/ticker-posts

ইউটিউব নতুন ঘোষণা | এবার বন্ধ হবে বিরক্তিকর ‘ওভারলে’ বিজ্ঞাপন | টেক নিউজ | Haldibari 24 Ghonta

ইউটিউব জানত যে তাদের এই বিজ্ঞাপন দর্শককে বিরক্ত করত। এটা তারা স্বীকারও করেছে। সাধারণত বড় প্রযুক্তি সংস্থাগুলি তাদের কিছু বিরক্তিকর সেবার ব্যাপারে দোষ স্বীকার করে না। কিন্তু ইউটিউব এই ব্যাপারে দায় স্বীকার করল।

টেক ডেস্ক:

Haldibari 24 Ghonta


youtube-announced-annoying-overlay-ads-will-be-stopped-next-month

ডেস্কটপ কম্পিউটারে  প্রিমিয়াম সাবসক্রিপশন ছাড়াই  ইউটিউব দেখার সময় ভিডিওর ঠিক নিচের দিকে এক ধরণের লম্বাটে বিজ্ঞাপন দেখা যায়। ভিডিওর নিচের এই পপ-আপ আকারের যে আয়তাকার বিজ্ঞাপন আসে সেটিই হল ওভার্-লে বিজ্ঞাপন। ভিডিও দেখার মাঝে হঠাৎ করে এই বিজ্ঞাপন ভিডিও দেখায় বিরক্তি ঘটায়। 

যদিও মোবাইল অ্যাপ কিংবা স্মার্ট টিভিতে ইউটিউব দেখলে এই বিজ্ঞাপন দেখানো হয় না। শুধু মাত্র ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারের ইউটিউব ভার্সনেই এই ধরণের ওভারলে বিজ্ঞাপন দেখায়। 

ইউটিউব ঘোষাণা করেছে এই ভাবে বিজ্ঞাপন আর দেখানো হবে না। ইউটিউবের হেল্প ফোরামের একটি পোস্টে এই বিষটি জানায় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। শুনে খুশি হবেন আগামী ৬ এপ্রিল ২০২৩ থেকে এই ওভারলে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। 

এই ওভারলে বিজ্ঞাপন  ভিডিওর নীচের দিকের কিছু অংশ ঢেকে দেয়। এতে দর্শকের ভিডিও দেখতে অসুবিধে হয়। আর এই কারণেই এই ওভারলে বিজ্ঞাপন বন্ধ করবে ইউটিউব। ইউটিউব জানত যে তাদের এই বিজ্ঞাপন দর্শককে বিরক্ত করত। এটা তারা স্বীকারও করেছে। সাধারণত বড় প্রযুক্তি সংস্থাগুলি তাদের কিছু বিরক্তিকর সেবার ব্যাপারে দোষ স্বীকার করে না। কিন্তু ইউটিউব এই ব্যাপারে দায় স্বীকার করল।