আদরিণী || প্রভাতকুমার মুখোপাধ্যায় || প্রশ্ন উত্তর || মাধ্যমিক বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || WBBSE
প্রশ্ন: ১)
"যৌবনকালে ইনি রীতিমত বদ রাগী ছিলেন।"--- যৌবনকালে কে বদরাগী ছিলেন? তার বদরাগী স্বভাবের পরিচয় দিতে লেখক যে ঘটনা উল্লেখ করেছেন তা নিজ ভাষায় লেখ।
উত্তর:
আদরিনী গল্পের মূল চরিত্র জয়রাম মুখুয্যে যৌবনকালে বদরাগী ছিলেন।
সেকালে হাকিমরা এজলাসে একটু অবিচার করলেই তিনি রেগে গিয়ে চেঁচিয়ে ভয়ানক কান্ড করতেন। একবার এজলাসে এক ডেপুটির সাথে তার বেশ তর্ক বিতর্ক হয়। এরপর জয়রাম মোক্তার বাড়ি ফিরে যখন দেখলেন তার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছে তখন তিনি সেই বছরটির নাম ডেপুটির নামে রাখলেন।
আর একবার এক হাকিমের সাথে তার আইন নিয়ে তর্ক হয়েছিল। হাকিম তার কথায় সহমত ছিলেন না। রাগের মাথায় জয়রাম মোক্তার বলেছিলেন যে তার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হাকিমের সেটুকুও নেই।
প্রশ্ন: ২)
>> "ইহার আদিবাস যশোহর জেলায়।"--- কার আদিবাস যশোহর জেলায়?
>> জয়রাম মোক্তারের এর ব্যবসা শুরুর পূর্বের অবস্থা ও বর্তমান অবস্থার বর্ণনা দাও।
উত্তর:
জয়রাম মুখুয্যের আদি বাড়ি যশোহর জেলায়। যখন তিনি প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে রেল ছিল না।
সেই সময় পদ্মা পার হয়ে কিছুটা নৌকা পথে, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা হেঁটে তিনি এদিকে এসেছিলেন। সঙ্গে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ আর পিতলের ঘটি। আর কোন সম্পত্তি ছিল না। মাসে তেরো শিকিতে একটা বাসা ভাড়া নিয়েছিলেন। রান্না নিজেই করতেন। এভাবে তিনি মোক্তারি শুরু করেন।
এখন জয়রাম মুখুয্যে পাকা বাড়ি, বাগান, পুকুর সবই করেছেন। শুধু তাই নয় তিনি কিছু কোম্পানির শেয়ারও কিনেছেন।
প্রশ্ন: ২) "হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল।"--- হস্তিনীর নাম কী? তাকে বরণ করার বর্ণনা পাঠ্য অনুসারে লেখ।
উত্তর:
জয়রাম মুখোয্যে যে হস্তিনীটি কিনেছিলেন তার নাম ছিল আদরিনী। জয়রাম মোক্তার সেই মাদী হাতিটি কিনেছিলেন বীরপুরের উমাচরণ লাহিড়ীর থেকে দু হাজার টাকা দিয়ে।
ভারতবর্ষে হাতিকে সম্মানের সাথে দেখা হয়। মহাকাল হিসেবে পূজিতও হয়। আলোচ্য গল্পের হস্তিনী আদরিণীকে যখন বাড়ির ভিতরে ঢুকলো তাকে যথেষ্ট সম্মান দিয়ে বরণ করা হলো। মুখুয্যে মহাশয়ের বড় পুত্রবধূ ঘটি করে জল নিয়ে এলেন। ভয়ে ভয়ে হাতির কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে আদরিণীর চার পায়ে সেই ঘটির জল ঢেলে দিলেন। যখন মাহুতের ইশারায় হাতি হাঁটু গেড়ে বসলো, তখন বড়বধু হাতির কপাল তেল সিঁদুর দিয়ে লাল করে লেপে দিলেন। বাড়িতে ঘনঘন শাঁখ বাজল। একটা ধামায় আতপ চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য হাতির সামনে রাখা হল। আদরিণী সেই ধামা থেকে কিছু চাল খেল বেশিরভাগটাই ছিটিয়ে দিল। আর এভাবেই আদরিণীকে আদর করে মুখুয্যে বাড়িতে বরণ করা হল।