আনন্দযজ্ঞ || নবনীতা দেবসেন || CHAPTER 12 || প্রশ্ন উত্তর || মাধ্যমিক বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || WBBSE
প্রশ্ন: ১)
"জগতে আনন্দযজ্ঞে কি সবারই নিমন্ত্রণ থাকে"---- লেখিকার মতে জগতের আনন্দযজ্ঞে নিমন্ত্রণ পাওয়ার যোগ্যতা কি?
উত্তর:
>> আনন্দযজ্ঞ ভ্রমণ বিষয়ক গদ্যাংশটিতে লেখিকা নবনীতা দেবসেন বলেছেন যে সংসারী মানুষ ও পরিব্রাজকের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তারা কখনও এক মানুষ নয়। জগতের সৌন্দর্যের আনন্দযজ্ঞে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত হতে হয়।
সংসারী মানুষের লোভ-- পরিবার পরিজন নিয়ে বাস করা, সবার সাথে সুখের পংক্তিভোজে অংশ নেওয়া। তাই সে কখনও জগতের আনন্দশালায় আমন্ত্রণ পায় না।
অপরদিকে পরিব্রাজক এক আলাদা এই প্রাণী। সে হয় পাখির মত। হয়তো সে মানুষ। কিন্তু আলাদা মানুষ। তার জামার নিচে যেন ডানা আছে। তার জন্ম উড়ে বেড়ানোর জন্যই।
জগতের আনন্দযজ্ঞে থাকে গেস্ট কন্ট্রোল। সবার আমন্ত্রণ তা'তে থাকেনা। সেই তালিকার শুধু ত্যাগী মানুষেরাই যোগ দিতে পারে। যোগ্য মানে আহুতি বা ত্যাগ। তাই আনন্দ যোগে ডাক পাওয়া সোজা ব্যাপার নয়। সংসারের সর্বস্ব সুখ ত্যাগ করতে না পারলে এই যজ্ঞে ডাক পাওয়া অসম্ভব। যজ্ঞের ঘোড়া লাগাম খুলে, বাঁধন খুলে, জীবনের আঁটো বন্ধনগুলো মুক্ত করে তবেই বেড়িয়ে পড়া যায়। তবেই জগত তার আনন্দযজ্ঞে আমন্ত্রণ জানায়।