Ticker

6/recent/ticker-posts

কাণ্ডারী হুঁশিয়ার || কাজী নজরুল ইসলাম || প্রশ্ন উত্তর || মাধ্যমিক বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || WBBSE




>> কবি কাজী নজরুল ইসলামের লেখা জনপ্রিয় কবিতাগুলির অন্যতম একটি হল কাণ্ডারী হুঁশিয়ার কবিতা। এই কবিতাখানি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতার প্রেক্ষাপট অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলন। কবি এই কবিতায় তৎকালীন ভারতের যুব সমাজ ও স্বাধীনতা সংগ্রামের কাণ্ডারিদের লক্ষ্য ও আদর্শ কী হবে তার একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। 
---------------------------------------------------------------------

কাণ্ডারী হুঁশিয়ার || কাজী নজরুল ইসলাম || প্রশ্ন উত্তর || মাধ্যমিক বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || WBBSE



প্রশ্ন: ১) কাণ্ডারী হুঁশিয়ার কবিতায় কাণ্ডারী বলতে কাদের বোঝানো হয়েছে?

উত্তরঃ দেশমাতার মুক্তির মাতৃমন্ত্রে দীক্ষিত বিপ্লবীদের কাণ্ডারী বলা হয়েছে। 


প্রশ্ন: ২) "আসি অলক্ষে দাঁড়িয়েছে তারা, দিবে কোন বলিদান?"--- কারা অলক্ষ্যে এসে দাঁড়িয়েছে? তারা কাদের বলিদান লক্ষ্য করছেন? [WBBSE-MP-2024]

উত্তরঃ দেশ তখনও স্বাধীন হয়নি। বৃটিশ শাসিত অখণ্ড ভারতের স্বাধীনতা অর্জনের জন্য বহু দেশপ্রেমিক ফাঁসির মঞ্চে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। কবি বলতে চেয়েছেন যে দেশের এই পরাধীন অবস্থার জন্য বীর শহিদরা যেন মৃত্যুর পরেও শান্তিতে নেই। তাঁরা যেন অলক্ষ্যে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন দেশের বর্তমান স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারিরা তাদের জীবন উৎসর্গ করবেন। কারণ এই বলিদানই পারে দেশকে স্বাধীন করতে। 


প্রশ্ন: ৩) "অসহায় জাতি মরিছে ডুবিয়া,"--- অসহায় জাতি কারা? তাদের ডুবে মরার কথা বলা হলো কেন? [WBBSE-MP-2024]

>> দেশ তখন পরাধীন। এদিকে দেশে জাতপাত আর ধর্মের সংঘাত। স্বাধীনতা আন্দোলনের এক সংকটময় মুহূর্তে দেশের মানুষের মধ্যে হিন্দু-মুসলিমের এই সংঘাতে সমস্ত দেশবাসী অসহায়। 

>> জাতপাত, সাম্প্রদায়িকতার বিষ বিসর্জন না দিলে পরাধীনতার সাগর অতিক্রম করে স্বাধীনতার উপকূলে দেশরূপ তরীকে পৌঁছে দেওয়া যাবে না। দেশের তরী পথেই ডুবে যাবে। 

কবির বক্তব্য দেশের স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারিদের হিন্দু-মুসলমান বিভেদ ভুলে দেশের সকল যাত্রীকে অর্থাৎ দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশমুক্তির লড়াইয়ে সামিল হতে হবে। 


প্রশ্ন: ৪) "কাণ্ডারি! আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ" — "মাতৃমুক্তিপণ" কথাটির অর্থ কী? মাতৃমুক্তিপণ উক্তিটির প্রকৃত অর্থ কী? [WBBSE-MP-2023]  

>> উত্তর:
>> মাতৃমুক্তিপণ বলতে এখানে মায়ের মুক্তির পণ বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। 

>> দেশের কাণ্ডারী হলো জনগণের অধিনায়ক। জাতপাত, হিন্দু-মুসলিম সংঘাতের ঘোর অন্ধকারে দোদুল্যমান দেশের তরণীকে উত্তাল সমুদ্র থেকে স্বাধীনতার তীরে নোঙর করার দায়িত্ব তাদের। তাদের পণ বা প্রতিজ্ঞাই পারে দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে।