Ticker

6/recent/ticker-posts

কৃপণ কবিতার প্রশ্ন উত্তর || বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || wbbse || মাধ্যমিক বাংলা




কৃপণ কবিতার প্রশ্ন উত্তর || বাংলা দ্বিতীয় ভাষা || সাহিত্য সম্ভার || wbbse || মাধ্যমিক বাংলা 


******কৃপণ কবিতার প্রশ্ন উত্তর*******



>> প্রশ্ন ১)
>>  "কৃপণ" কবিতাটির আখ্যানসহ কবিতাটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা কর। 
অথবা,
>> "কৃপণ" কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? কবিতাটির ভাব বস্তু বুঝিয়ে দাও। 
অথবা,
>> "কৃপণ" কবিতার মর্মার্থ নিজের ভাষায় লেখ।

>> উত্তর : 
>> কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি তার "খেয়া" কাব্যগ্রন্থর অন্তর্গত। 

>> কৃপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এক রাজার দর্শন করিয়েছেন। সেই রাজা হলেন মঙ্গল চৈতন্য স্বরূপ। তিনিই আমাদের ভেতর শুভ চেতনার আলো জ্বালিয়ে দেন। তিনি বিচিত্র সাজে জাঁকজমকের সাথে স্বর্ণ-রথ নিয়ে হাজির হয়েছেন ভক্তের কাছে।

কবি একটি বিশেষ দর্শনকে ফুটিয়ে তুলেছেন কৃপণ কবিতাটির মধ্য দিয়ে। তিনি যেন ভিক্ষার ঝুলি নিয়ে একদিন পথে নেমেছেন। আর সেই মুহূর্তে ঈশ্বর যেন রাজার বেশে সেই পথেই ভ্রমণ করছেন। ভিক্ষুর বেশে কবি এই প্রত্যাশা করলেন যে আজ তার ভিক্ষার ঝুলি ভরে যাবে রাজার দেওয়া দানে। হঠাৎই রাজা নেমে এলেন তার স্বর্ণরথ থেকে। কবি অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন যে সেই পরমসখা রাজাধিরাজ তার সামনে হাত পেতে ভিক্ষা চাইছেন।

ঈশ্বরের কাছে আমরা হাত পাতি, ভিক্ষা চাই। কিন্তু কবি এখানে আমাদের এক বিপরীত দৃশ্যের মুখোমুখি করিয়েছেন। তিনি দেখালেন রাজার বেশে ঈশ্বর আমাদের থেকেও ভিক্ষা চান -- কিছু প্রত্যাশা করেন। তিনিও মানবের সামনে ভিক্ষুর বেশে আসেন। তিনি চাইছেন আমরা যেন তাকে প্রেম ভালোবাসা উদারতা ভিক্ষা দিই। এই তিনি মানবের থেকে প্রত্যাশা করেন। 

কিন্তু আমরা কৃপণ। আমরা আমাদের সবকিছু উজাড় করে ঈশ্বরের সেই প্রত্যাশা পূর্ণ করি না। তাই ভিক্ষু বেশে কবি একটিমাত্র দানা ভিক্ষা দিলেন রাজ ভিখারীকে। অর্থাৎ আমরা মানব জাতি প্রেম ভালোবাসা উদারতা নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি না। তাই আমরাও সেই পরম প্রেমময় জীবনকে ফেরত পাই না ঈশ্বরের থেকে। জগতের মাঝে প্রেম ভালোবাসা উজার করে না দিলে আমাদের জীবন অপূর্ণই থেকে যাবে। ভিক্ষু বেশে কবি একটিমাত্র দানাই স্বর্ণরুপে ফেরত পেয়েছেন। তিনি যদি তার সকল ভালবাসা উজাড় করে রাজাকে দিতেন তবে তিনি এক পূর্ণ প্রেমময় সুন্দর জীবন রাজার থেকে ফেরত পেতেন।

------------------------------------------------------------

>> প্রশ্ন ২) 
"আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। "---- উদ্দিষ্ট ব্যক্তির এমন ভাবার কারণ কী ছিল?

>> উত্তর :
>> কবি ভিক্ষার ঝুলি নিয়ে একদিন পথে নেমেছেন। আর সেই মুহূর্তে ঈশ্বর যেন রাজার বেশে সেই পথেই ভ্রমণ করছেন। ভিক্ষুর বেশে কবি এই প্রত্যাশা করলেন যে আজ তার ভিক্ষার ঝুলি ভরে যাবে রাজার দেওয়া দানে। আর তাকে দ্বারে দ্বারে ভিক্ষে চাইতে হবে না।