WBBSE BENGALI SECOND LANGUAGE 2025 || বাংলা দ্বিতীয় ভাষা ২০২৫
২০২৫
বাংলা
দ্বিতীয় ভাষা
সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট
(প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট এবং উত্তর লেখার জন্য ৩ ঘণ্টা)
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান- ৯০]
[বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান- ১০০]
============
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১৭x১=১৭
১.১ "বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর।" ---কোন যুদ্ধে 'ক্লাইভের খঞ্জর' লাল হয়েছিল?
ক) সিপাই বিদ্রোহ
খ) পলাশীর যুদ্ধ
গ) বক্সারের যুদ্ধ
ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১.২ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দলে ছিলেন-
ক) বীণা দাস
খ) মাতঙ্গিনী হাজরা
গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
ঘ) লক্ষ্মীবাই
১.৩ আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল?
ক) তিন টাকা
খ) পাঁচ টাকা
গ) দশ টাকা
ঘ) কুড়ি টাকা
১.৪ ব্যাঘ্রাচার্য্য বৃহল্লাঙ্গুল মহাশয় একদা বিষয়কর্মোপলক্ষে কোথায় গিয়েছিলেন?
ক) সুন্দরবনে
খ) ক্যানিং-এ
গ) বসিরহাটে
ঘ) মাতলায়
১.৫ বাল্যকালে রবীন্দ্রনাথ প্রাকৃত বিজ্ঞান শিক্ষা পেয়েছিলেন কার কাছে?
ক) সীতানাথ দত্তের কাছে
খ) নীলকমল ঘোষালের কাছে
গ) হেরম্ব তত্ত্বরত্নের কাছে
ঘ) অঘোরবাবুর কাছে
১.৬ 'আনন্দযজ্ঞে'র লেখিকা ভ্রমণে গিয়ে রাত দুটোয় কোথায় সূর্যোদয় দেখেছিলেন?
ক) ইংলণ্ড
খ) ফ্রান্স
গ) নরওয়ে
ঘ) ডেনমার্ক
১.৭ "তাপস, তোকে একবার বীক্ষণ করি।"---'বীক্ষণ' করলে কী হবে?
ক) মনের কথা জানা যাবে
খ) দেহের কথা জানা যাবে
গ) সমাজের কথা জানা যাবে
ঘ) মন আর সমাজের কথা জানা যাবে
১.৮ মানসের সহকারীরা এক এক করে সবাই পালিয়েছিল কেন?
ক) যথোপযুক্ত পারিশ্রমিক না পেয়ে
খ) দীর্ঘসময় ধরে তাদের কাজ করতে হয় বলে
গ) কাজ বুঝতে না পেরে
ঘ) কেউ ভয় পেয়ে, কেউ লজ্জা পেয়ে
১.৯ "মুখে আমরা বলি বটে 'সত্যমেব জয়তে',"- ---আসলে আমরা চাই--
ক) সত্য থেকে পালাতে
খ) সত্য যেন কোনোদিনই প্রকাশ না পায়
গ) সত্য থেকে দূরে থাকতে
ঘ) সত্যের প্রকৃত অর্থ না বুঝতে
১.১০ 'এখন টাকায় সব হয়।'--- 'টাকায়' পদটি কোন কারকের উদাহরণ?
ক) নিমিত্ত কারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্মকারক
১.১১ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করে যে সমাস হয়, তা হল
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
১.১২ 'গ্রামান্তর' শব্দের ব্যাসবাক্য হল--
ক) অন্য গ্রাম
খ) গ্রামের অন্তর
গ) গ্রাম ও অন্তর
ঘ) গ্রামের মধ্যে অন্তর
১.১৩ 'সমাস' শব্দের অর্থ--
ক) মিলন
খ) সংক্ষেপ
গ) বিভাজন
ঘ) বিস্তার
১.১৪ 'বাগানটি খুবই সুন্দর।'--- অর্থগত দিক থেকে এটি হল-
ক) বিস্ময়সূচক বাক্য
খ) প্রশ্নসূচক বাক্য
গ) নির্দেশক বাক্য
ঘ) প্রার্থনাসূচক বাক্য
১.১৫ 'ক্ষান্ত হউন, নইলে এ বর্শায় বিদ্ধ করিব।'--এটি হল--
ক) যৌগিক বাক্য
খ) জটিল বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য
১.১৬ কর্ম যখন কর্তার মত আচরণ করে তাকে বলে ---
ক) কর্তৃবাচ্য
গ) কর্মকর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
ঘ) ভাববাচ্য
১.১৭ বাচ্যান্তর ঘটে না--
ক) কর্তৃবাচ্যের
খ) কর্মকর্তৃবাচ্যের
গ) ভাববাচ্যের
ঘ) কর্মবাচ্যের
-----------------
২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১৯x১=১৯
২.১ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২.১.১ "বলিবেক লোভী এই যত দ্বিজগণ।"-- দ্বিজগণ কাকে 'লোভী' বলবে?
২.১.২ 'খল ও নিন্দুক' কবিতাটির রচয়িতা কে?
২.১.৩ তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভ'রে," --'তখন' বলতে কোন সময়ের কথা বলা হয়েছে?
২.১.৪ "যাত্রীরা হুঁশিয়ার। দেওয়া হয়েছে? 'কাণ্ডারি হুঁশিয়ার' কবিতায় কোন্ যাত্রীদের হুঁশিয়ারি
২.২ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২.২.১ "কুছ পরওয়া নেই। তাই কিনব।"--- বক্তা কী কিনতে চেয়েছিলেন?
২.২.২ "আমার শক্তিশেল।" --- বক্তা কাকে 'শক্তিশেল' বলেছিলেন?
২.২.৩ বদনবাবুর মানিব্যাগে নোট-খুচরো মিলিয়ে কত টাকা ছিল?
২.২.৪ "এতক্ষণে তার জ্ঞানোদয় হয়।"---মুনিস্বামীর কখন 'জ্ঞানোদয়' হয়েছিল?
২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
২.৩.১ "বুঝিতে পারিলেন মকদ্দমাটি নিতান্ত সহজ নহে”--- এখানে 'মকদ্দমা' বলতে কীসের ইঙ্গিত করা হয়েছে?
২.৩.২ 'তবে তখনই ছুটি দিয়া দিতেন।" ---কে ছুটি দিয়ে দিতেন?
২.৩.৩ "লক আপে আমাদের জন্য একটু জায়গা করে দেবেন ভাই?" ---'লক আপে' জায়গা চাওয়ার কারণ কী?
২.৩.৪ "চলো আমি নিয়ে যাচ্ছি।" বক্তা কোথায় নিয়ে যেতে চাইছেন?
২.৪ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x১=২
২.৪.১ 'বীক্ষণ' নাটকটি কার রচনা?
২.৪.২ 'বাল্যকাল থেকে তুই আর আমি হরিহরআত্মা।" --- কারা 'হরিহরআত্মা'?
২.৪.৩ "এ তিন শক্তি.... তোমার বীক্ষণকে ভক্ষণ করবে।"---- 'ত্রি শক্তি' কী কী?
২.৫ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: ৮×১=৮
২.৫.১ প্রযোজক কর্তা কাকে বলে?
২.৫.২ 'আগে পূজ ইষ্টদেবে।'--- 'ইষ্টদেবে' পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
২.৫.৩ 'চুলোচুলি' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো।
২.৫.৪ ব্যাসবাক্যসহ সমাসের নাম করো 'পাদপ'।
২.৫.৫ 'মন দিয়ে লেখো তবে হাতের লেখা ভালো হবে।'--- জটিল বাক্যে পরিণত করো।
২.৫.৬ 'সদা সত্য কথা বলিবে।' ---বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তরিত করো।
২.৫.৭ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও।
২.৫.৮ ভাববাচ্যে পরিবর্তন করো: 'তিনি নাকি বই লেখেন!'
২.৫.৯ সম্বোধন পদের একটি উদাহরণ দাও।
২.৫.১০ 'পা থেকে মাথা পর্যন্ত' ---ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো।
৩. প্রসঙ্গ নির্দেশপূর্বক কম-বেশি ৬০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ৪x৩=১২
৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.১.১ "হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি।।"---'শ্রীপতি' কে? কেন তিনি 'শঙ্খনাদ' করেন? ১+২
৩.১.২ "মন তবে হবে দীনাতিদীন।" ---প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি পরিস্ফুট করো। ৩
৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.২.১ "পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল।"---'ব্রাহ্মণ' কে? তাঁর মাথায় বজ্রাঘাতের কারণ কী? ১+২
৩.২.২ আজ তোকে একটা ভালো গল্প বলব।"---বক্তা কে? তিনি কী গল্প বলতে চেয়েছেন? ১+২
৩.৩ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.৩.১ "তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়ামায়া কিছুই ছিল না," --- কোন্ প্রসঙ্গে লেখকের এই উক্তি? তিনি তাকে 'শক্ত' ও 'দয়ামায়া'-হীন বলেছেন কেন? ১+২
৩.৩.২ "আজকাল আমার প্রায়ই মধুপুরের কথা মনে হয়।" --- বক্তা কে? তাঁর কোন কথা মনে হয়?
৩.৪ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৩x১=৩
৩.৪.১ "জগৎ বিখ্যাত বৈজ্ঞানিকদের অনেকেই অভিনন্দন জানিয়েছে।" --- কাকে, কেন অভিনন্দন জানিয়েছেন? ১+২
৩.৪.২ "মানসের মুখ গম্ভীর হইয়া গেল।-- বেদনাহত হইলেন তিনি।"--- মানসের মুখ গম্ভীর হয়ে গেল কেন? তাঁর 'বেদনাহত' হওয়ার কারণ কী? ১+২
৪. কম-বেশি ২০০ শব্দে উত্তর দাও (যে-কোনো একটি): ১x৭=৭
৪.১ 'কান্ডারী হুঁশিয়ার' কবিতায় কবি কান্ডারীকে কীভাবে উৎসাহিত করেছেন?
৪.২ 'কৃপণ' কবিতাটির ভাববস্তু নিজের ভাষায় লেখো।
৫. কম-বেশি ২০০ শব্দে উত্তর দাও (যে-কোনো একটি): ১x৭=৭
৫.১ অভিমান করে চলে গেলি মা ?" --- কার উদ্দেশে এই উক্তি? প্রয়াত উদ্দিষ্টের প্রতি বস্তার মনোভাবের পরিচয় দাও। ১+৬
৫.২ "এ পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি।" -- বক্তা কে? তিনি কোন্ পাপের কথা বলছেন? সংক্ষেপে তাঁর চরিত্রের পরিচয় দাও। ১+১+৫
৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৫=৫
৬.১ 'নানা বিদ্যার আয়োজন'--এ বালক রবীন্দ্রনাথের লেখাপড়ার যে ব্যবস্থার কথা বলা হয়েছে, সংক্ষেপে তার পরিচয় দাও। ৫
৬.২ "সেবার দুর্গাপুর স্টেশনে দুটি ছেলের সঙ্গে আলাপ হলো।" --- এদের সংস্পর্শে লেখিকার কেমন অভিজ্ঞতা হয়েছিল? ৫
৭. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১x৫=৫
৭.১ "মনোবিজ্ঞানের সুক্ষ্মতম রহস্য উদ্ঘাটন।"--- কী উদ্ঘাটনের কথা বলা হয়েছে? কীভাবে সে মনোরাজ্যের গুপ্তরহস্য প্রকাশ করে? ১+৪
৭.২ "এখন তুমি প্রাণে বাঁচলে হয়।" --- বক্তা কে? তার এমন উৎকণ্ঠা প্রকাশের কারণ কী? ১+৪
৮. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: ১০
৮.১ বিজ্ঞানের ভালোমন্দ
৮.২ বাংলার উৎসব
৮.৩ তোমার জীবনের লক্ষ্য
৮.৪ একটি বটগাছের আত্মকথা
৯. চলিত বাংলায় অনুবাদ করো: ৪
Discipline is of great importance in student life. Student should be taught to realise that the observance of discipline is a sacred duty of theirs. They should respect their superiors. They should cultivate the habit of punctuality and good manners.
১০. কম-বেশি ১২৫ শব্দে প্রশ্নটির উত্তর দাও: ৪
তোমার এলাকায় পরিশ্রুত পানীয় জলের অভাবের কথা জানিয়ে পৌর প্রতিনিধির উদ্দেশে একটি আবেদন পত্র রচনা করো।
===================
[কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।
১১. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো চারটি): ৪x১=৪
১১.১ "আমায় কিছু দাও গো' বলে বাড়িয়ে দিল হাত।।" --- কে, কার উদ্দেশে হাত বাড়িয়ে দিলেন?
১১.২ "চতুর্দিক বেষ্টি বসিয়াছে চারি বীর।" --- 'চারি বীর' কারা কারা?
১১.৩ "বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি।" --- কে, কী কিনেছিলেন?
১১.৪ 'সন্দীপন পাঠশালা'-র পন্ডিতদের মাসিক আয় কত টাকা ছিল?
১১.৫ "বদনবাবু বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছেন।" --- বদনবাবু কোন্ জায়গায় গিয়েছিলেন?
১২. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ২x৩=৬
১২.১ "ওই গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর।" --- প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো।
১২.২ "এই সুন্দরবনে বৃহল্লাঙ্গুল নামে এক অতি পণ্ডিত ব্যাঘ্র বাস করেন।" --- 'পন্ডিত ব্যাঘ্র' মনুষ্যচরিত্র সম্বন্ধে কী বলেছিলেন?
১২.৩ "নর্দমার কিনারে বসে মুনিস্বামীর দৃষ্টি খুলে যায়।" --- মুনিস্বামীর কী জ্ঞানোদয় হল?
xxxxxxxxxcc
